মুফতি কাজী ইব্রাহিম আটক
ওয়াজ মাহফিলে নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কী কারণে তাকে আটক করা হলো এমন প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আপনাদের জানানো হবে।
ডিবির একটি সূত্রে জানা গেছে, ওয়াজ মাহফিলে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার কারণে মুফতি ইব্রাহিমকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। তিনি এমন সব বক্তব্য দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে। পরে তিনি এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনে নানা যুক্তিও দিয়েছেন।

অনলাইন ডেস্ক