প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২১ ১৬:৫২

সাড়ে ৯ কোটি টাকা আত্মসাত: ই-অরেঞ্জ মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
সাড়ে ৯ কোটি টাকা আত্মসাত: ই-অরেঞ্জ মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

২৭ গ্রাহকের ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আদালতে।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ভুক্তভোগীদের পক্ষে মো. নাসিম প্রধান বাদী হয়ে এ মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী সানী ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত গুলশান থানাকে মামলার এজাহারটি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। 

এ মামলার অপর আসামিরা হলেন সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান, শেখ সোহেল রানা, মো. আমান উল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল।

উপরে