প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৪

পৌরসভায় প্রসাশক নিয়োগের বিধান রেখে আইন অনুমোদন

অনলাইন ডেস্ক
পৌরসভায় প্রসাশক নিয়োগের বিধান রেখে আইন অনুমোদন

পরবর্তী নির্বাচন না হলে ৫ বছর শেয়াদ শেষ হলে পৌরসভার মেয়র, কাউন্সিলরদের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিধান রেখে স্থানীয় সরকার (পৌরসভা (সংশোধন) আইন ২০২১ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা পরিষদ। 

সোমবার (০৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পৌরসভার মেয়রদের মেয়াদ ৫ বছর পূর্ণ হলে তার মেয়াদ শেষ হবে। এরপর যদি নির্বাচন করা সম্ভব না হয় তাহলে ৬ মাসের জন্য প্রশাসক বা সরকার মনোনিত যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে পারবে সরকার। তবে প্রশাসকের মেয়াদ ৬ মাসের বেশি হবে না।

এর আগে পৌরসভার মেয়রদের মেয়াদ ৫ বছর পূর্ণ হলে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মেয়র দায়িত্ব পালন করতে পারতেন। এই আইন সংসদে পাস হলে মেয়াদ উত্তীর্ণ পৌরসভার মেয়রগণ আর দায়িত্ব পালন করতে পারবেন না।

উপরে