প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১৪:৫১

দুর্নীতি মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট

অনলাইন ডেস্ক
দুর্নীতি মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট

অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় যুব মহিলালীগ থেকে বহিষ্কৃত আলোচিত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী বিরুদ্ধে দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করেন।

আগামী ৮ নভেম্বর চার্জ শুনানির দিন ধার্য করে মামলাটি ঢাকার ৩ নাম্বার বিশেষ জজ আদালতে বদলি করেছেন।

২০২০ সালের ৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলায় পাপিয়ার বিরুদ্ধে মোট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

উপরে