প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ২০:৩৯

২৮ নভেম্বর ১০ পৌরসভায় নির্বাচন

অনলাইন ডেস্ক
২৮ নভেম্বর ১০ পৌরসভায় নির্বাচন

নির্বাচন কমিশন (ইসি) অষ্টম ধাপে ১০ জেলার ১০টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর এসব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন ইসি’র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

যে ১০ পৌরসভায় নির্বাচন হবে—লক্ষীপুর সদর, পাবনার বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, সিরাজগঞ্জের তাড়াশ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর এবং নীলফামারী সদর পৌরসভা।

উপরে