প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ২০:৪৬

কুমিল্লার ঘটনায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
কুমিল্লার ঘটনায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনার তদন্ত হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ধর্মেরই হোক না কেন বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে দুর্গাপূজার চতুর্থ দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। এ সময় পূজায় আগতরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

উপরে