প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১ ১৭:৪২

সরকার কাউকে ছাড় দেবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
সরকার কাউকে ছাড় দেবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

সম্প্রতির বাংলাদেশকে বিভিন্ন সময়ে নানাভাবে নষ্ট করার চেষ্টা করেছে উগ্রবাদীরা। কখনো কখনো এমন উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে একটি রাজনৈতিক মহল। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সম্প্রাতি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলাসহ উগ্রবাদী ঘটনাগুলো আমরা মনে করি শান্তিপূর্ণ ও উন্নয়নের বাংলাদেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দার জন্য করছে একটি মহল। অতীতে এমন কোনো প্রচেষ্টা সফল হয়নি। এখনো হবে না। যারা এ কাজে জড়িত সরকার তাদের ছাড় দেবে না।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপত্বি করেন বিএলআরআইএ মহাপরিচালক ড. মো. আব্দুল জলিল। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে