৯ নভেম্বর গণদাবি দিবস পালনের ডাক সিপিবির

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা নির্মূল, দুঃশাসনের অবসান, বিকল্প গড়ার দাবিতে আগামী ৯ নভেম্বর মঙ্গলবার দেশব্যাপী ‘গণদাবি দিবস’ পালনের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার পার্টির কেন্দ্রীয় কমিটির সভা থেকে এই ডাক দেওয়া হয়েছে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত তিনদিনব্যাপী সভার প্রথম দিনে সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন মোহাম্মদ শাহ আলম। সভায় আলোচনা শেষে ‘গণদাবি দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই কর্মসূচী সফল করতে পার্টির প্রতিটি প্রাথমিক শাখাকে জনগণকে সঙ্গে নিয়ে সভা-সমাবেশে, মিছিল, গণডেপুটেশন, বিক্ষোভ প্রভৃতি কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
সভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া জনজীবনকে পদদলিত করে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। দ্রব্যমূল্যের চাপে মানুষের জীবন দুবির্ষহ হয়ে উঠেছে। জীবনযাত্রার ব্যয়ের সাথে মজুরির সামঞ্জস্যতা বিধানের জন্য ন্যূনতম জাতীয় মজুরি বিশ হাজার টাকা করতে হবে। ষড়যন্ত্রকারীদের সৃষ্ট ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সরকারের নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা ও নিয়ন্ত্রণহীনতায় সাম্প্রদায়িক সন্ত্রাস হিন্দু সম্প্রদায়সহ দেশের অসম্প্রদায়িক মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের এ সকল দাবি বাস্তবায়নের জন্য সিন্দাবাদের ভুতের মতো ঘাড়ে চেপে বসে থাকা আওয়ামী দুঃশাসনের জগদ্দল পাথর অপসারণ করতে হবে। বিকল্প শক্তির উত্থানের মাধ্যমে বিকল্প গড়ে দুঃশাসনকে পরাজিত করতে হবে। আওয়ামী দুঃশাসন হাটানোর সংগ্রামে কমিউনিস্ট পার্টির কর্মীদের সাথে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।