অক্টোবরে রেকর্ড ৪৭২ কোটি ডলার রপ্তানি আয়

সেপ্টেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড হয়েছিলো। সেই মাসে সর্বোচ্চ ৪১৭ কোটি ডলার অর্থাৎ ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিলো।
তবে সদ্য সমাপ্ত অক্টোবর ছাড়িয়েছে সেপ্টেম্বরকেও। গত মাসে ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার (৪ দশমিক ৭৩ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
এ আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের চেয়ে ৬০ দশমিক ৩৭ শতাংশ বেশি।
মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।