প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ২৩:২৯

রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর বন্ধ থাকবে

দ্রুতগতিতে এগোচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ। তাই আগামী ১০ ডিসেম্বর থেকে তিন মাস ঢাকা বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১০ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনও ফ্লাইটের জরুরি অবতরণের প্রয়োজন পড়ে, তাহলে সেই ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে। 

কর্তৃপক্ষ জানায়, আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মার্চ পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের চলাচল বন্ধ থাকবে। 

উপরে