প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ২৩:৪৩

লরির নিচে মোটরসাইকেল, ৩ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
লরির নিচে মোটরসাইকেল, ৩ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী লরির নিচে চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিনুমরিচ এলাকার হরেন কুমারের ছেলে শ্রী স্বপন কুমার (২২), দিজেন দাসের ছেলে আশিষ দাস (২১), একই এলাকার পলক (৩০)।

স্থানীয়রা জানান, নিহতরা বনপাড়া এলাকা থেকে দিনমুজুরের কাজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

আহত ব্যক্তিকে মুমূর্ষূ অবস্থায় সিরাজগঞ্জ রোডে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ডালিম হোসেন জানান, মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিল। ঢাকাগামী গ্যাসবাহী লরিটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে।

উপরে