দেশে ভ্যাকসিনের কোনও সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের করোনাভাইরাসের ভ্যাকসিনের কোনও সংকট নেই। অনেক দেশ ভ্যাকসিন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সব ঠিকমত আসলে, দেশে আর ভ্যাকসিনের সমস্যা থাকবে না।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকার কর্তৃক ৩২ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আমাদের অনেক ভালো বন্ধু। তারা আমাদের বিনামূল্যে ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এবং ১ মিলিয়ন ডলার মূল্যের মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছে।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ২১ কোটি ভ্যাকসিন কিনেছে। সেগুলো এখন আসছে। তিনি আরও বলেন, আমরা এখন প্রতিদিন ১৫ লাখ ডোজ টিকা প্রদান করছি। যদিও আমাদের ৮০ লাখ দেবার সক্ষমতা আছে।
জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার কমেছে, আমরা একে শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করছি।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ আল দোহাইলি বলেন, করোনা বৈশ্বিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়কে এক সঙ্গে লড়তে হবে এই মহামারির বিরুদ্ধে। বন্ধুত্বের নির্দশন হিসেবে এই উপহার বাংলাদেশের জনগণের জন্য সৌদি সরকারের।
তিনি বলেন, টিকার নিয়ম সকল দেশের শ্রমিকদের জন্য সমান প্রযোজ্য। চীনের ভ্যাকসিন সৌদি আরবে অনুমোদনের বিষয়টি সৌদি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এটা সময় সাপেক্ষ।