প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১ ১৫:৫২

বিএনপি শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিএনপি শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিল, মানববন্ধন করতে পারবে। কিন্তু তারা যদি জনগণের জানমালে ক্ষতি বা বিনষ্টের চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথ ব্যবস্থা নেবে।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির ২০ দলীয় জোটের শরীক দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং স্মারকলিপি হস্তান্তর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বা জানমাল বিনষ্টের প্রচেষ্টা করে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আমি আবারও বলছি, তারা বৈধভাবে যে কোনো কর্মসূচি প্রদর্শন করতে পারে।

গত ১৩ নভেম্বর শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি সরকারের কাছে আবারও আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার।

উপরে