মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রদান করায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেন শশী আক্তার। তিনি মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মামলাটি ১ নং আমলী আদালতে তিনি দায়ের করেন। মামলা নম্বর সিআর ৭৭২/২০২১। মামলার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, আসামি একজন মুখোশধারী আওয়ামী লীগের সাবেক নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বঙ্গবন্ধু সম্পর্কে প্রপাগাণ্ডা চালিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এছাড়া শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছাড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলার আবেদন করেন।
আদলাত সূত্রে জানা যায়, রাজবাড়ীর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
শশী আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান বলেন, গাজীপুরের মেয়রের বিরুদ্ধে আজ মঙ্গলবার ১ নং আমলী আদালতে মামলার আবেদন করেছিলাম। মহামান্য আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।