পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নব নির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে হাসপাতাল চত্বরে ফিতা কেটে নব নির্মিত এ প্লান্টের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে এ উপলক্ষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সিরাজুদ্দৌলা পলিন, পঞ্চগড় হাসপাতালের এ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. মনসুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিক্যাল অফিসার ডা. তোফায়েল আহমেদ সজিব।
ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্লান্টের মাধ্যেমে হাসপাতালের ১০০ জন রোগীকে এক সাথে অক্সিজেন দেয়া সম্ভব হবে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।