বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপন ৬ ডিসেম্বর

বাংলাদেশ এবং ভারত ৬ ডিসেম্বর মৈত্রী দিবসের দুর্দান্ত উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এই সেই ঐতিহাসিক দিন যখন ভারত দ্বিতীয় দেশ হিসেবে ১৯৭১ সালে ভুটানের পরে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দিনটিকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব দিবস (মৈত্রী দিবস) হিসেবে মনোনীত করেন।
রোববার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
উদযাপনের অংশ হিসেবে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়াসহ ১৮টি নির্বাচিত দেশের রাজধানীতে যৌথভাবে বন্ধুত্ব দিবস পালিত হবে। রাশিয়া, কাতার, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য ছাড়াও বাংলাদেশ ও ভারতে দু’দেশের নিজ নিজ কূটনৈতিক মিশন উদযাপন করছে। বন্ধুত্ব দিবস উদযাপনটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০তম বার্ষিকীর সাথে মিলে যায়। ৬ ডিসেম্বর বন্ধুত্ব দিবসের কর্মসূচি বিশ্বে কয়েকটি শহরে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের মিশন প্রধানদের ভাষণ, স্বাগতিক দেশের প্রধান অতিথির ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর তথ্যচিত্র প্রদর্শন এবং পরবর্তীতে উভয় দেশের খাবারের প্রদর্শনী সংবর্ধনা। যৌথ উদযাপনের অংশ হিসেবে কিছু মিশন দ্বারা দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে চিত্রিত করে একটি আলোকচিত্র প্রদর্শনী এবং সেমিনার আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ ও ভারত অন্যান্য বিভিন্ন ফ্রন্টে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহরে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে। ২০২১ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রদর্শনীটি উদ্বোধন করেন। এ সময় দুই নেতা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর স্মরণে ডাকটিকিটও উন্মোচন করেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুদ্ধের প্রবীণ সৈনিকদের সফর বিনিময়, নৌ-যান পরিদর্শন বিনিময়, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ ও ভারত পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে মূল্যবোধ, সংস্কৃতি এবং উত্তরাধিকারের অভিন্নতার ভিত্তিতে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও শক্তিশালী ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ উদযাপন হল জনগণের ইচ্ছার প্রতিফলন এবং উভয় দেশের নেতৃত্বের আগামী পঞ্চাশ বছর এবং তারপরেও যৌথ সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্য অর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।