বার্ন ইউনিটসহ একনেকে ১০ প্রকল্পের অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) নতুন ৫টি প্রকল্প সহ মোট ১০ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৮২ কোটি ২৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫৩ কোটি ৮১ লাখ এবং বৈদেশিক ঋণ ৩ হাজার ৬১০ কোটি ৯৮ লাখ টাকা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর ) একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত থাকেন।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প। প্রকল্পের মূল ব্যয় ছিল ৯৫৬ কোটি টাকা। প্রথম সংশোধনে ৩৩৪ কোটি টাকা বেড়ে এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ১২৯০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল ২টি প্রকল্প। ‘কুমিল্লা সিটি কর্পোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ নতুন প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৩৮ কোটি টাকা ১০ লাখ। এরমধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৩৮৪ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার অর্থায়ন ১৫৩ কোটি ৮১ লাখ টাকা।
‘বৃহত্তর নোয়াখালী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ পর্যায় (১ম সংশোধিত) প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ৩১৩ কোটি টাকা বেড়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ কোটি টাকা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা (৩য় সংশোধিত)’ প্রকল্প। এই প্রকল্পের সংশোধিত ব্যয় ৩১ কোটি ৮৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ কোটি ৪৬ লাখ টাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘৫টি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন’ প্রকল্প। নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি ৯ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ২০২ কোটি ১৬ লাখ টাকা। এবং সৌদি ঋণ ২৫৩ কোটি ৯৩ লাখ টাকা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প। সংশোধিত এই প্রকল্পের ব্যয় ৭১৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন (৩য় সংশোধিত)’। সংশোধিত এই প্রকল্পের ব্যয় ১৩ কোটি ৮৪ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ কোটি ৬০ লাখ টাকা।
‘ডিজিটাল গভার্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধিকরণ’ প্রকল্প। নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৪১ কোটি ৬৪ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ৩৪ লাখ ৫৯ লাখ টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ২ হাজার ৭ কোটি ৫ লাখ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের ‘সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৯৯ লাখ টাকা। পুরোটাই সরকারি অর্থায়ন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট স্মার্ট এগরিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডাব্লিউএমপি) ( বিডাব্লিউডিবি ) প্রকল্প। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮২ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ৩৩২ কোটি ৫৫ লাখ টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ৮৫০ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম; তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ; শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম; বন ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি'র মুখ্য সমন্বয়ক; পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।