‘নিওর’ ১৭তম সংখ্যার মোড়ক উন্মোচন

‘নিওর’ ১৭তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বগুড়া লেখক চক্রের আয়োজনে শনিবার বেলা ১২টায় বগুড়া ইয়ূথ কয়্যার কার্যালয়ে বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ এর মোড়ক উন্মোচন করেন বগুড়া ইয়ূথ কয়্যার এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বগুড়া আঞ্চলিক গানের অন্যতম প্রবত্তা শিল্পী তৌফিকুল আলম টিপু।
এ সময় ‘নিওর’ সম্পাদক ইসলাম রফিক ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, উচ্চারণ একাডেমির পরিচালক এ্যাড. পলাশ খন্দকার, কবি আবু রায়হান, ‘নিওর’ এর নির্বাহী সম্পাদক কবি সাফওয়ান আমিন এবং রনজু ইসলাম। ‘নিওর’এর প্রচ্ছদ করেছেন কবি শিবলী মোকতাদির এবং সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন কবি শৈবাল নূর। পত্রিকাটি পাওয়া যাবে পড়ুয়া লাইব্রেরীতে।
‘নিওর-১৭’ তম সংখ্যায় কবিতা লিখেছেন- টিএস হিজলী, আমির খসরু সেলিম, চয়নিকা সাথী, রিপন আহসান ঋতু, যাহিদ সুবহান, আবু রায়হান, মোঃ এনায়েত হোসেন কয়েন, হাদিউল হৃদয়, ইহিতা এরিন মাশরুরুালাকী, মাহফুজ ফারুক, রনি বর্মন, সাফওয়ান আমিন নোমান আব্দুল্লাহ, শৈবাল নূর, সন্ন্যাসী আরণ্যক, শাকিব সাকিল, মারুফ আহমেদ নয়ন, সজীব মাহমুদ, হিম ঋতব্রত, জুবায়ের দুখু, নূরে জান্নাত এবং সুমাইয়া নূপুর।