বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বগুড়া সম্মিলিত সাংষ্কৃতিক জোটের দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত সভায় আয় ব্যায়ের হিসাব, বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এবং সভায় অনুমোদিত হয়।
সভায় সাংগঠনিক আলোচনা, গঠনতন্ত্রের ২৫ এর খ ধারা বাতিল ও সংশোধন করা হয়। এছাড়া নতুন ১২টি সংগঠনকে প্রাথমিক সদস্য পদের জন্য অনুমোদন প্রদান করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জোটের সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সাদেকুর রহমান সুজন।
জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী বার্ষিক প্রতিবেদন ও অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু আর্থিক হিসাব পেশ করেন। সাধারণ সভার আলোচনায় সভায় প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সব শেষে জোটের নির্বাচন পরিচালনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নানকে চেয়ারম্যান এবং কবি জয়ন্ত দেব ও উচ্চারণ একাডেমির পরিচালক এড: পলাশ খন্দকারকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।