জাতিসংঘের জনসেবা পদক পাচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়

জাতিসংঘের জনসেবা পদক পাচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার (১০ ডিসেম্বর) ফেসবুকের এক স্ট্যাটাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানান।
তিনি লিখেছেন, জাতিসংঘের জনসেবা পদক পাচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ প্রাপ্তি আমাদের জন্য সত্যিই আনন্দের।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) নারীর ক্ষমতায়নে উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ ক্যাটাগরিতে এ পদক দিচ্ছে জাতিসংঘ।
জনসেবায় অবদান রাখার জন্য অত্যন্ত মর্যাদা এবং সম্মানজনক এই ‘জাতিসংঘ জনসেবা পদক-২০২১’ প্রাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আরও একটি অনন্য অর্জন, বৈশ্বিক স্বীকৃতি।