সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে সাউথ আফ্রিকান এই ধরন ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও দুজনের শরীরে এই ধরন শনাক্ত হয়েছে। তাই সতর্কতা হিসেবে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
জাহিদ মালেক বলেন, বর্তমানে করোনায় আমাদের অবস্থা ভালো। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে দোকানপাট, ব্যবসা সবকিছু খোলা, বিদেশে যাতায়াতও চলছে। তবে আমাদের অসতর্ক হলে হবে না।
অনুষ্ঠানে বিএসএমএমইউ’র অধীনে থাকা বিভিন্ন মেডিকেল কলেজের ৭ শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।