বিজয়ের শুভেচ্ছা জানিয়ে মোদি-মমতার টুইট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি প্রতিটি ভারতীয়র জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক টুইটে তিনি এ মন্তব্য করেন।
টুইটে নরেন্দ্র মোদি একাত্তরের মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতের সামরিক বাহিনীর মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতির উপস্থিতি প্রতিটি ভারতীয়র জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
একইভাবে এক টুইটে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি স্যালুট জানিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বীরের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।
টুইটে তিনি বলেন, আপনাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা। সবার মনে আছে, ১৯৭১ সালে কতটা সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা স্যালুট জানাই।