বঙ্গভবনে জাপার প্রতিনিধি দল

নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত রাষ্ট্রপতির ডাকা সংলাপে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদল ইতিমধ্যে বঙ্গভবনে পৌঁছে গেছেন।
প্রতিনিধি দলে রয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সালমা ইসলাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি।
বৈঠকের জন্য বিকেল ৪টায় সময় নির্ধারিত রয়েছে। জাপা ইসি গঠনে আইনের প্রণয়ের প্রতি জোর দিতে পারেন বলে পার্টি সূত্র জানিয়েছে।