শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার শক্তির টাওয়ার

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক টুইট বার্তায় বলেছেন, শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা, যিনি দক্ষিণ এশিয়ার শক্তির টাওয়ার এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশ্ব চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জনগণের মজলিসে আপনাকে স্বাগত জানাতে আমি খুবই উন্মুখ।
উল্লেখ্য মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে আজ বুধবার (২২ ডিসেম্বর) মালে গিয়েছেন।
মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হবে।
একই দিন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।