লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে ঝালকাঠি সদর থানায় মো. জাহাঙ্গীর হোসেন এ মামলাটি দায়ের করেন। জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামের স্থানীয় গ্রাম পুলিশ। এ মামলার খবরটি বার্তা২৪ কে নিশ্চিত করেছেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. খলিলুর রহমান।
জানা যায়, এ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।
বাকি ৩০ জনের আজ গণ জানাজা নামাজ পড়ানো হয়। জানাজা নামাজের পরে আরও ৩ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবার। এই তিন জনের লাশ জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা হয়েছে। আর যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পৌরসভার পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হয়।