খালেদার চিকিৎসার আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়
বেগম খালাদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার ভাইয়ের করা আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কী মতামত দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, আমি খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে।
চিঠিতে কী মতামত রয়েছে? এই বিষয়ে তিনি বলেন, আমি এভাবে বলতে পারি না। এই ফাইল প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। তারপর সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তারপর বলা সম্ভব হবে।
এর আগে গত মঙ্গলবার আনিসুল হক জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়া সংক্রান্ত কোনো আইন ও নজির খুঁজে পাওয়া যায়নি। খুব শিগগিরই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অনলাইন ডেস্ক