আরো দুই বছর মেয়াদ বাড়ল এনবিআর চেয়ারম্যানের

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাঁর চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম চুক্তিতে দুই বছরের জন্য এনবিআর চেয়ারম্যান নিয়োগ পান ২০২০ সালের ৬ জানুয়ারি। এবার দ্বিতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি।