কক্সবাজার সৈকতে বিশেষ জোন: ১০ ঘণ্টা পর সিদ্ধান্ত প্রত্যাহার

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা সৈকত জোন উদ্ভোধন করার ১০ ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার রাতে জেলা প্রশাসনের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের এ সিদ্ধান্তটি জানানো হয়েছে। এটা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এ সময় জেলা প্রশাসক বলেছিলেন, কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে এসে সাগরে নেমে গোসল করেন পর্যটকদের বড় একটি অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে নারী-পুরুষ একসঙ্গে গোসল করতে গিয়ে বিব্রতবোধ করেন নারীরা। তারই পরিপ্রেক্ষিতে স্বস্তি নিয়ে গোসল করতে নারীদের জন্য এই বিশেষ জোন তৈরি করা হচ্ছে।
প্রসংগত, সম্প্রতি একজন নারী পর্যটক ধর্ষণের শিকার হবার পর জেলা প্রশাসন সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে। সৈকতে আলাদা জোন উদ্ভোধনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।