কক্সবাজারে নারী ধর্ষণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'খালেদার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, আইনে কোনো সুযোগ নেই। এখন এটার কিছু করতে পারছি না।'
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হন। ঘটনাটি নিয়ে ভিন্ন বক্তব্যের ব্যাপারে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, 'কক্সবাজারের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। এটি তদন্তাধীন। তদন্তাধীন মামলা সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবর্ষ পালন উপলক্ষে চট্টগ্রাম-৮ সংসদীয় এলাকা চান্দগাঁও, পূর্ব ষোলশহর, মোহরা, পাঁচলাইশ, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কালুরঘাট বেতার কেন্দ্র সম্পর্কে আমরা জানি। এখান থেকে (কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নয়, চান্দগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে) স্বাধীনতার ঘোষণা হয়েছে, তা দেশের ৮০ ভাগ মানুষ জানে না। বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামের এই বেতারকেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রথম স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছিল, তা আমরা সবাই জানি। সবাই শুনেছি। জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন সময়েও কখনো বলেননি নিজে স্বাধীনতা ঘোষণা করেছেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে লজ্জা পেতেন। তাঁর মৃত্যুর পর আমরা অনেক কিছু দেখেছি। অনেক কিছু শুনেছি, অনেক কিছু সহ্য করেছি। ইতিহাসের প্রকৃত সত্যকে বিকৃত করার অনেক অপচেষ্টা হয়েছে।'
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে আসাদুজ্জামান খান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন, আমি নীলকণ্ঠী। আমি সব কিছু হারিয়েও চলছি।' যথার্থই তিনি বলেন। এক রাতের মধ্যে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়েছে। সেই হৃদয়বিদারক ঘটনায় দেশের মানুষ এখনো শিউরে ওঠে। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের দিন একজন আবিষ্কার করলেন, হত্যাকাণ্ডের দিন তাঁর জন্মদিন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন হলেও কিভাবে নিজের আসল জন্মদিন পাল্টে জাতির শোকের দিনে জন্মদিন পালন করা যায়, আমরা ভাবতে পারি না।"
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, একই কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রমুখ।