প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ২৩:৪৮

ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর

অনলাইন ডেস্ক
ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চালু হয়েছে নতুন হটলাইন নম্বর ‘১৬১৬৩’। যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য এই নম্বরে ফোন করা যাবে সকল অপারেটর থেকে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ৫ ডিজিটের এই হটলাইন চালু করা হয়েছে। মানুষ যেন সহজেই ফায়ার সার্ভিসের কাছে সেবা চাইতে পারে তার জন্য এই ব্যবস্থা।

উল্লেখ্য, বর্তমানে চালু ১১ ডিজিটের ফোন নম্বরও (০২২২৩৩৫৫৫৫৫) সচল থাকবে।

উপরে