করোনায় আক্রান্ত জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) সংসদ অধিবেশনে যোগ দিতে কভিড-১৯ পরীক্ষা করালে তার করোনা শনাক্ত হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গোলাম মোহাম্মদ কাদের করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই।
চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন এবং নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন বলে বিবৃতিতে বলা হয়। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিরোধীদলীয় এ উপনেতা।