সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আজ বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান হাবীবুর রহমান। আজ বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পান হাবীবুর রহমান। এরপর পথচারীর সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ পাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবীবের দ্বিতীয় জানাজা আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪টায় দৈনিক সময়ের আলো কার্যালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
হাবীব রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেন।