বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ না মানলে জেলা প্রশাসকদের (ডিসি) আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনিই সংক্রমণের হার বাড়ছে। এ নিয়ে আতঙ্কিত না হলেও চিন্তার কারণ। তাই জেলা প্রশাসকদের বলেছি গতবার দ্বিতীয় ঢেউ বা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এবারও সেভাবে সহযোগিতা আশা করছি। আপনারা (ডিসি) একটি জেলা পর্যায়ে কমিটির সভাপতিত্ব করেন। সেখানে সবাইকে নিয়ে কাজ করবেন। আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়েও কাজ করবেন।
যেভাবে করোনা বাড়ছে, তা মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ প্রস্তুত আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, আমরা আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছি। আমাদের করোনা টেস্টের অভাব নেই। টেস্টের কিটস আছে। অক্সিজেনের অভাব নেই। প্রায় ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিল না। আমাদের টেলি মেডিসিনের ব্যবস্থা রয়েছে। ২০ হাজার বেড রয়েছে বলে জানান তিনি।