গ্যাস-বিদ্যুৎ-সারের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হয়নি: অর্থমন্ত্রী

মহামারীর এই সময়ে সরকারের পক্ষ থেকে গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধির কোন উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধির কোন উদ্যোগ নেয়া হয়নি। আমি এই বিষয়ে যখন জানব তখন আপনাদের বিস্তারিত জানাব।
তিনি বলেন, আমরা সব সময় চ্যালেঞ্জের মধ্যে কাজ করছি। গতবছর করোনা নিয়ে যতটা ভয় পেয়েছিলাম ততটা ক্ষতি হয়নি। আমরা সফলভাবে করোনা মোকাবিলা করতে পেরেছি। এবারও পারব।
আজকে ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ৪টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, সেতু বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।
বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবনাসমূহের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।