প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ১৪:০১

হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওরে মাটি ভরাট করে রাস্তা নির্মাণের বদলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের সেতু নির্মাণ একটু উচু করে করতে হবে যেন ছোট নৌকা ও লঞ্চ চলাচল করতে পারে। নদীর নব‍্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং করতে হবে।

প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, আমাদের সারের চাহিদা রয়েছে তবে দেশে উৎপাদন করতে গেলে গ‍্যাসের সংকট থাকে। ফলে বিদেশে কারখানা করে দেশে ব‍্যবহার করা যেতে পারে। তবে সেই সার দেশের চাহিদা যেমন মিটাতে পারবে তেমনি বিদেশে ব‍্যবহার করতে পারে। এরমাধ্যমে গ‍্যাসের সংকট মোকাবিলা ও বিনিয়োগ বাড়বে। দেশের স্বার্থটা আগে রক্ষা করতে হবে।

আজ একনেক সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে নতুন পাঁচটি এবং সংশোধিত পাঁচটি প্রকল্প।

এসব প্রকল্পের মোট ব‍্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৫৬৬ কোটি ১০ লাখ টাকা।

উপরে