সংস্কৃতি প্রতিমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক কোনো জটিলতা নেই।
সম্প্রতি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এছাড়া করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এও আক্রান্ত বেশ কয়েকজন শনাক্ত হয়েছে। এজন্য আবারও বিধিনিষেধের পথে হেঁটেছে সরকার। ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য সরকার ১১ দফা বিধিনিষেধ ঘোষণা করেছে। এছাড়া ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।