বইমেলা সংশ্লিষ্টদের টিকা নিতে বাংলা একাডেমির চিঠি

দুই দফা পেছালেও ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক-পাঠক, প্রকাশকের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে মেলা শুরু করতে চায় বাংলা একাডেমি।
তবে করোনা পরিস্থিতিতে বইমেলা শুরু করার জন্য প্রকাশকসহ সংশ্লিষ্ট সবাইকে টিকা নিশ্চিতে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।
বইমেলার সঙ্গে সংশ্লিষ্টদের পাঠানো চিঠিতে বলা হয়, ‘বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।
এ বিষয়ে নুরুল হুদা বলেন, টিকা ছাড়া শুরু করা যাচ্ছে না এবারের বইমেলা। প্রকাশকদের কাছে ইতোমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার যাবতীয় নির্দেশনা।
সরকারি বিধিনিষেধ মেনেই এবারের বইমেলা হবে বলে আশাবাদ প্রকাশ করেন কবি নুরুল হুদা।
অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন প্রদান বুথ স্থাপনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছে বাংলা একাডেমি।