ফাইজারের আরও ১ কোটি বুস্টার ডোজ দিচ্ছে যুক্তরাষ্ট্র

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাস সূত্র থেকে জানা যায়, দেশের শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে এ টিকা। এছাড়াও ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নেওয়া যাবে ফাইজারের এ বুস্টার ডোজ।
উল্লেখ্য, এখন পর্যন্ত দেশে তিন কোটি ৮০ লাখ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।