করোনা টিকার প্রথম ডোজ নিলেন ৫৮ নারী ফুটবলার

অবশেষে করোনা টিকার আওতায় আসতে যাচ্ছে দেশের নারী ফুটবলাররা। করোনার দুই ডোজ টিকা না নেওয়া থাকায় জানুয়ারিতে বাতিল হয় জামাল ভুঁইয়াদের ইন্দোনেশিয়া সফর। এরপরেই টনক নড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ছেলে ও মেয়ে উভয় ফুটবলারদেরই করোনার দুই ডোজ টিকার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেয়।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার বাফুফের ক্যাম্পে থাকা ৫৮জন নারী ফুটবলারকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়। এর মধ্যে ৪৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাকি ১১জন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা গ্রহণ করেন। এই ৫৮ জন ফুটবলার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন পহেলা মার্চে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বাফুফে ফুটবলারদের টিকার ব্যবস্থা করেছে। নারী ফুটবলারদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাফুফে। জানুয়ারি উইন্ডোতে কোনও ম্যাচ খেলতে না পারায় মার্চ উইন্ডোতে ম্যাচ আয়োজনে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে পাঁচটি দেশের সঙ্গে কথা-বার্তা চালাচ্ছে বাফুফে।
এদিকে, এ বছর মেয়েদের জাতীয় দলের পাশাপাশি বয়ঃভিত্তিক দলের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। তাই আগেভাগেই করোনা টিকার কার্যক্রম শেষ করতে চায় বাফুফে।