সার্চ কমিটির কাছে নাম দেওয়া ‘অর্থহীন’: বিএনপি মহাসচিব

সার্চ কমিটির কাছে নাম দেওয়াকে ‘অর্থহীন’ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে বিএনপি মহাসচিব পান্থপথে বিআরবি হাসপাতালে নাটোরের গরুদাসপুর উপজেলার সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজকে দেখতে গিয়ে এ কথা বলেন। গত ৪ ফেব্রুয়ারি গুরদাসপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন আজিজ।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কাছে এইগুলোর (সার্চ কমিটিতে নাম দেওয়া) কোনো মূল্য নাই।
অর্থহীন। নাম দেওয়ার তো প্রশ্নই উঠতে পারে না। আমরা গতবারের অভিজ্ঞতা এবং এর আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এগুলোতে কোনো লাভ হয় না। সরকার পছন্দনীয় কমিশন তৈরি করবে, সেটাই তারা তৈরি করে। ’
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আমরা মনে করি যে, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকে থাকবার জন্যে, আবার ক্ষমতায় যাওয়ার জন্যে যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা আপনার আইনও একটা প্রণয়ন করে নিয়েছে। যেটা সম্পূর্ণভাবে আমরা মনে করি যে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণ এটা চায়নি। ’
তিনি আরো বলেন, ‘নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি সেটা নির্বাচনকালীন আওয়ামী লীগ সরকার থাকে। আমরা মনে করি, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ’