সততা না থাকলে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল বৃথা হয়ে যাবে

নৈতিক শুদ্ধতা ও সততা না থাকলে জ্ঞান অর্জন কেবল অর্থ উপার্জনের উৎস হয়ে দাঁড়াবে। দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল বৃথা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
মঙ্গলবার ‘করোনায় স্বাস্থ্য সতর্কতা’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিজ্ঞান জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিজয়ী সামান্তা খন্দকার, কারিমা রাইহান রোজা এবং আকিলাহ ওয়াজিহাকে পুরস্কৃত করা হয়।
মহাপরিচালক আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান চর্চার সমান্তরালে নৈতিকতা অর্জনের উপর গুরুত্বারোপ করতে হবে। না হলে সব অর্জন ব্যর্থ হবে।
প্রতিযোগিতার পর শুদ্ধাচার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা ‘কখনো মিথ্যা বলবে না, সৎ ও শুদ্ধ জীবন-যাপন করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, শিক্ষকদের মান্য করবে, নিয়মিত পড়াশোনা করবে, পরিবেশ দূষণ ঘটাবে না, মোবাইলে আসক্ত হবে না, অনেক রাত করে ঘুমাবে না, ফার্স্ট ফুড, জাংকফুড বর্জন করবে এবং ঘরের তৈরী খাবার খাবে’ মর্মে শপথ নেন।