ক্যান্সারের চিকিৎসার ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার চিকিৎসা সেবা সর্বস্তরের জনগণের মধ্যে সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, শুধু ঢাকার লোক আর ধনাঢ্য ব্যক্তিরা চিকিৎসা পাবে তা হতে পারে না। আমরা চেষ্টা করছি এর ব্যাপ্তি বাড়ানোর।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আয়োজনে ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।
জাহেদ মালিক বলেন, "দেশে প্রায় ২০ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সারে মৃত্যু হয়ে বছরে লাখের কাছাকাছি। করোনার হিসেব আমাদের সামনে আসলেও ক্যান্সারে মারা যাওয়ার খবর আমরা রাখি না"।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের দেশে সংক্রমণ ব্যাধি সবসময়ই বেশি ছিলো। কলেরা, টাইফয়েড, ডায়রিয়া সব কিছুই আমাদের আক্রান্ত করেছে। স্বাস্থ্য সেবার উন্নয়নের ফলে এখন তা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে"।
তিনি বলেন, "মানুষের জীবন যাত্রার উন্নয়ন হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন রোগও বাড়ছে। ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, লিভারের নানা জটিলতায় মানুষ মারা যাচ্ছে"।
মন্ত্রী আরও বলেন, "প্রি-ডিটেক্ট, প্রিভেনশন খুবই গুরুত্বপূর্ণ। দেশের বাতাস অন্যান্য দেশের তুলনায় ভালো নয়। যার ফলে বাতাস ঘটিত বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে। দেশে প্লাস্টিক, পলিথিন পুড়ানো হয়। সেসব থেকে ক্যান্সারের জীবাণু আসে। খাদ্যে ভেজাল হলেও ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা বাড়ে। শষ্যে কীটনাশক ব্যবহার হয়। অনেকে অযথা মোটা হয়ে যায়। খেলাধুলা শরীরচর্চা করে না। তামাকের কারণেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়"।
আর্লি ডিটেকশন হলে তার চিকিৎসা সহজ হয়- উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক ক্যান্সার আছে যা ট্রিটম্যান্ট করলেই ভালো হয়। সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হলে রোগ বাড়ার আগেই ঠিক হয়ে যায়।
জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতের বিষয়ে মন্ত্রী বলেন, "শুধু ঢাকার লোক আর ধনাঢ্য ব্যক্তিরা চিকিৎসা পাবে তা হতে পারে না। আমরা চেষ্টা করছি এর ব্যাপ্তি বাড়ানোর। আসন সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে। নতুন মেশিন আনার জন্যেও কাজ করছি"।
এছাড়া মেডিক্যাল কলেজ গুলোকেও পর্যায় ক্রমে আধুনিক করা হচ্ছে জানিয়ে জাহেদ মালিক বলেন, "মেডিকেল কলেজগুলোতে নতুন নতুন মেশিন বসানো হচ্ছে"।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আটটি বিভাগে আটটি হাসপাতাল স্থাপনের আশ্বাসও দেন তিনি। এসব হাসপাতালগুলোর মাধ্যমে মফস্বলেও সেবা পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য বিভাগকে ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, "আটটি ডিভিশনেই(বিভাগ) কাজ করছি। আটটি ডিভিশনে আমরা পরবর্তীতে আরও হাসপাতাল করার চেষ্টা করবো। ডিভশনের লোকেরা জায়গায় বসেই নিজেদের চিকিৎসা সেবা পাবে"।
এছাড়া ক্যান্সার নিরাময়ে সচেতনতা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রী বলেন, "আমরা যদি আগে থেকেই ডিটেক্ট করে প্রিভেনটিভ ব্যবস্থা নেই তবে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়"।
বক্তব্যের শেষ পর্যায়ে চলমান মহামারী করোনা বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেন, " দেশে করোনা আছে। ১২ লাখ টার্গেটেড জনগণকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনুরোধ করবো সবাই টিকা নিন। ইতোমধ্যে ১০ কোটি দেওয়া হয়েছে। ভাসমান মানুষসহ বিভিন্ন পকেট শ্রেণি আছে তারা এখনও ভ্যাকসিন নেন নি"।
বিভিন্ন দেশের টিকা না নেওয়ার ইচ্ছা পোষণের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, "বিভিন্ন দেশে ভ্যাকসিন না নেওয়ার জন্য প্রটেস্ট করছে, আন্দোলন করছে। আমাদের দেশে এমন ঘটনা ঘটে নাই। আমাদের রোগীও অনেক কম। সারাদেশে আগে ১২ হাজারের বেশি রোগী ভর্তি ছিলো। এখন সে সংখ্যাও কমে এসেছে"।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ প্রমুখ।