প্রণোদনা দেয়ায় রেমিট্যান্স বেড়েছে ৩৬ শতাংশ: অর্থমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী রেমিট্যান্সের উপর প্রণোদনা ঘোষণা করেন। এতে রেমিট্যান্স প্রবাহ ৩৬ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেছেন, আমাদের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ভালো। যার ফলে করোনার মধ্যে আমাদের কোন নেগেটিভ গ্রোথ নেই। এজন্য আমরা সারাবিশ্বের কাছে প্রশংসিত হয়েছি।
অর্থমন্ত্রী বলেন, আমাদের রেমিট্যান্স বেড়েছে। যদিও রেমিট্যান্সের হিসাব জিডিপিতে আসে না। কিন্তু এটা তো মাথাপিছু আয়ে যোগ হয়। যার ফলে চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরের জিডিপি ও মাথাপিছু আয় বেড়েছে। আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্টস ২০০৮ অনুসরণ করেই আমাদের জিডিপির প্রবৃদ্ধির হিসেব করেছি। বিশ্বের অন্যান্য দেশ এভাবেই করে থাকে।
তিনি বলেন, যেভাবেই হিসাব করেন- আমরা যে হিসাব দিয়েছি আপনারা সেভাবেই পাবেন। কেউ কেউ বলবে আমাদের মূল্যায়ন ঠিক হয়নি, হয়তো আমরা বেশি দেখিয়েছি। আমাদের যে অর্জন সেটি তো আপনারাই দেখতে পাচ্ছেন, কোথায় আছি আমরা? আমারা তো সব জায়গায় অর্জন দেখতে পাচ্ছি। এখন আপনারা যদি কোনো অর্জন না দেখেন তাহলে বলতে পারেন ঋণাত্মক ফিগার আছে।