বিশেষ সুবিধাভোগী ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান

নির্বাচন কমিশন গঠনে মুক্তিযুদ্ধের পক্ষের, সৎ-নিষ্ঠাবানদের নাম প্রস্তাবের জন্য অনুসন্ধান কমিটির কাছে দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সেই সঙ্গে কোনো দলীয় সরকারের বিশেষ সুবিধাভোগী ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পায় সে পরামর্শও দিয়েছেন তারা।
নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বাছাইয়ে আমন্ত্রিত শিক্ষক, আইনজীবী, নির্বাচন বিশেষজ্ঞ, ব্যবসায়ী, অধিকার কর্মী ১৪ জনকে নিয়ে প্রথম বৈঠক করে অনুসন্ধান কমিটি। শনিবার বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক হয়।
অনুসন্ধান কমিটির সভাপতি করেন বিচারপতি ওবায়দুল হাসান। অন্যন্যদের মধ্যে আছেন, বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম সাংবাদিকদের বলেন, এই অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম প্রস্তাব করবে তাদের প্রধান বৈশিষ্ট হতে হবে, তারা যেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হন। আমলা বা যেকোনো পেশা থেকে তিনি বা তাদের নাম আসতে পারে। যে পেশা থেকেই আসেন না কেন, তাদের স্বচ্ছ ব্যক্তি চরিত্র ও সততা থাকতে হবে। অর্থের মোহ যেন তাদের না থাকে। ’
সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘অনুসন্ধান কমিটি জানতে চেয়েছিল কী প্রক্রিয়ায় নাম বাছাই করা হবে। আমি একটি বিশেষ প্রস্তাব উপস্থাপন করে বলেছি, কোনো দলীয় সরকারের সময় এটা বর্তমান সরকার হোক বা আগের দলীয় সরকার হোক, বিশেষভাবে সুবিধাভোগী কোনো ব্যক্তি যাতে নির্বাচন কমিশনে স্থান না পায়। ’
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মোট ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান কমিটি। প্রথম ধাপে ২০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল আলী ইমাম মজুমদারের বক্তব্যে সমর্থন জনিয়ে বলেন, ‘বৈঠকে আমরা প্রত্যেকে আলাদাভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তার মধ্যে বেশিরভাগ আমরা বলেছি, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পাবে তারা যেন আগের কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন। ’
সরকারের নীতি-অবস্থানের সমালোচক আসিফ নজরুল বলেন, ‘এ নির্বাচন কমিশনে যারা আসবে তাদের যেন অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন করার মত একটি মানসিকতা থাকে, সাহসিকতা থাকে, ব্যক্তিত্ব থাকে।
অনুসন্ধান কমিটির বৈঠক নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে অনুসন্ধান কমিটি মন দিয়ে আমাদের কথা শুনেছে। এখন আমাদের কথা কতটুকু রাখবে, সেটি নাম প্রকাশ করার পর আমরা বুঝতে পারব। আমাদের থেকে কেউ কোনো নাম প্রস্তাব করেননি। আমরা খালি বলেছি কিসের ভিত্তিতে নেওয়া উচিত বা উচিত না। ’
প্রথম বৈঠকের পর বেলা ১টা থেকে শুরু হয় দ্বিতীয় বৈঠক।