ইসি গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৩২৯ জনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জনের, পেশাজীবীদের মাধ্যমে ৪০ জনের, ব্যক্তিগতভাবে ৩৪ জনের এবং ইমেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পাওয়া গেছে। এখন এসব নাম নিয়ে কমিটি বসবে।
এদিকে, বৈঠকে মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা বলেছেন, প্রস্তাবিত সব নাম যেন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা একটা সাজেশন, কমিটি যখন বসবে তখন ওনারা কার্যপদ্ধতি ঠিক করবেন।