নিরাপত্তার হুমকি নেই বইমেলায়: ডিএমপি কমিশনার

চলতি মাসের ১৫ তারিখে শুরু হতে যাওয়া 'অমর একুশে বইমেলা- ২০২২'এ টিকা সনদ ছাড়া কাউকে স্টলে পাওয়া গেলে মোটা অংকের জরিমানা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এছাড়া এবার বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নাই বলেও নিশ্চিত করেন তিনি।
তবে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জঙ্গি মেজর জিয়া জেলের বাইরে থাকায় সবকিছু বিবেচনা করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, "স্বাস্থ্যবিধি মানার জন্য মন্ত্রি পরিষদ থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেটি পালনে কড়াকড়ি করবো। মাস্ক না পড়ে কেউ ঢুকতে পারবেন না। টেম্পারেচার মেপে ঢোকানো হবে। স্টলে যারা থাকবেন, প্রত্যেকেই কোভিড টিকা দিয়েছেন সে প্রত্যায়নপত্র থাকতে হবে"।
বইমেলা কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে ডিএমপি। শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, বাংলা ডিএমপি কমিশনার জানান, একাডেমি,দোয়েল চত্তর আর নীলক্ষেতকে ঘিরে ডিএমপি তৈরি করছে এক শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী। পুলিশের পাশাপাশি, কাউন্টার টেররিজম ইউনিট, ডিবি, সিআইডি, সোয়াটসহ থাকবে সাদা বিভিন্ন পোশাকে একাধিক নিরাপত্তা ফোর্স। সন্দেহজনক কিছু দেখলে তল্লাশি করার জন্য সাদা পোশাক আর ইউনিফর্মে থাকবে একাধিক তল্লাশি দল।
মোহা. শফিকুল ইসলাম বলেন, এবার বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নাই। তবে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জঙ্গি মেজর জিয়া জেলের বাইরে থাকার কারণে সবকিছু বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা জঙ্গিদের তদারকিতে রেখেছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য আমাদের বোম্ব ডিস্পোজাল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপর থাকবে।
মি. শফিকুল বলেন, দর্শণার্থীদের স্বাস্থ্য জটিলতায় ডিএমপি কন্ট্রোল রুমেই থাকবে ইমারজেন্সি মেডিক্যাল টিম। এছাড়া মাতৃদুগ্ধপানের জন্য কন্ট্রোল রুমের ভেতর তৈরি করা হবে 'ব্রেস্ট ফিডিং রুম'। এছাড়া বিভিন্ন পগেন্টে খাওয়ার পানি সাপ্লাই করা হবে। এছাড়া ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপণ ও জনসচেতনতায় কাজ করবে বলে জানান তিনি।
তিনি বলেন, মেলার মূল প্যান্ডেলে ঢোকার আগে বাংলা একাডেমির ওইদিকে দুইটি গেইট থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানে চারটি গেট ও চারটি বহিঃর্গমণ রাস্তা থাকবে। ফলে প্রতিটি ঢোকার রাস্তাতে আমাদের আর্চ ওয়ে স্থাপন করা হবে। মেটাল ডিটেক্টরে ফিজিক্যাল সার্চিং এর ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি সন্দেহ হলে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করবে।
বাংলা একাডেমি পুরো এলাকাটিই সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে জানিয়ে বলেন, 'প্রতিটি ইঞ্চি জায়গা আমরা সিসি টিভির নিয়ন্ত্রণে এনেছি'।
সাংবাদিকদের জঙ্গিবাদী হামলার প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, 'এসব নিয়ে আমরাও চিন্তিত। মিটিং এও এসব নিয়ে আমরা 'চুল চেরা' বিশ্লেষণ করেছি। তবে তাদের মূল নেতা মেজর জিয়া এখনও বাইরে। ফলে এই ঝুঁকিটিকে একেবারে উড়িয়ে দিচ্ছি না'।
বইমেলায় কিছু কিছু ধর্মীয় উস্কানিমূলক বই চলে আসে এসব মনিটরিং কিভাবে করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, 'প্রস্তুতি মিটিং এ আমরা কথা বলেছি। বাংলা একাডেমির পক্ষেও এত বই খুটিয়ে খুটিয়ে দেখা প্রায় অসম্ভব। তবে এজন্য এবার লিটলম্যাগ চত্তরে সিটিএসবি, ডিবি থেকে লোক থাকবে। প্রতিদিন কি বই আসতেছে, দেখে আলাদা করে মনিটরিং এর ব্যবস্থা করবো'।
"কিন্তু মেলা শেষ হওয়ার পর রাত ১০ টায় যদি কেউ বই স্টলে ঢোকায়। সে দায়িত্ব স্টলের মালিককেই নিতে হবে"।