আমি সফলভাবে দায়িত্ব পালন করেছি: সিইসি

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে সফলভাবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইসি আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে নিজের মূল্যয়ন জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কারও কোনোরকমের কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। এ কথা আগেও বলেছি, এখনও বলছি, হয়তো ভবিষ্যতেও বলবো আশা করি।'
নিজেকে সফল মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। একটা নির্বাচনও বাকি রাখিনি। ১০ তারিখ যেটা ছিল সেটার সময় হয়েছিল, সব নির্বাচন শেষ করে এবার আমরা পরিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছি।’