চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় চার লাখ জালরুপিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯৫ হাজার ভারতীয় জাল রুপিসহ মোঃ জসীম উদ্দীন (২৮) নামে ১ ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাতে জেলা শহরের বিশ্বরোড মোড় এলাকায় এ অভিযান চালায় রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এর সদস্যরা।
আটককৃত মোঃ জসীম হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহীবাগ এলাকার জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের পাশে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭টার দিকে র্যাবের দলটি পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়। এসময় তাঁর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩ লক্ষ ৯৫ হাজার ভারতীয় জালরুপী জব্দ করা হয়।
এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, আসামী মোঃ জসীম উদ্দীনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।