খায়রুজ্জামানকে ফেরত দিতে রাজি মালয়েশিয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক এম খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি আছে মালয়েশিয়া সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। খুব শিগগির তাঁকে ফেরত পাওয়া যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ় আশাবাদী, তিনি ফিরে আসছেন। ’
১৯৭৫ সালের ৩ নভেম্বরের জেলহত্যা মামলার আসামি ছিলেন খায়রুজ্জামান।
বিএনপি সরকারের সময় দেওয়া মামলার রায়ে তিনি খালাস পান। তখন তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে দেশে তলব করলেও তিনি ফেরেননি। এর প্রায় ১৩ বছর পর খায়রুজ্জামান গত বুধবার মালয়েশিয়ায় গ্রেপ্তার হন। বাংলাদেশ তাঁকে ফিরিয়ে এনে জেলহত্যাসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়।
পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, খায়রুজ্জামানের কাছে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) ‘শরণার্থী’ কার্ড আছে। মালয়েশিয়ার গণমাধ্যমগুলোর প্রশ্নের জবাবে ইউএনএইচসিআর বলেছে, কোনো শরণার্থীকে জোর করে তাঁর নিজ দেশে ফেরত পাঠানো যায় না। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার আদালত খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
খায়রুজ্জামানের বিষয়ে শুনানির জন্য গতকাল মালয়েশিয়ার আদালতে তারিখ নির্ধারণের কথা ছিল। শেষ পর্যন্ত কী হয়েছে, সে বিষয়ে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে এর মধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল দুপুরে ঢাকায় সাংবাদিকদের বলেছেন, খায়রুজ্জামানকে ফেরত পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তবে এর একটি আইনি প্রেক্ষাপট আছে। তাই তিনি এ পর্যায়ে খুব বেশি তথ্য প্রকাশ করতে চান না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘খায়রুজ্জামান ও তাঁর পরিবার, বিশেষ করে বিএনপি-জামায়াত যেভাবে রাজনীতি করেছে, তাতে অনেক কিছু সম্পৃক্ত করার চেষ্টা করছে। তবে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের যে সম্পর্ক তার ওপর ভিত্তি করে বলতে পারি, দ্রুততম সময়ের মধ্যে আমরা তাঁকে ফেরত পাব। ’
শরণার্থীকে জোর করে ফেরত পাঠানো যায় না—জাতিসংঘের এমন অবস্থানের প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বাগতিক সরকার চাইলে শরণার্থী মর্যাদা বাতিল করতে পারে। খায়রুজ্জামান কিভাবে মালয়েশিয়ায় প্রথম পর্যায়ে থেকে গিয়েছিলেন, তা অনুসন্ধান করলে সেখানে যে তিনি বিভ্রান্তিকর, ভুল তথ্য দিয়েছেন বা ইচ্ছা করে লুকিয়েছেন—এমন অনেক কিছু পাওয়া যাবে।
শাহরিয়ার আলম বলেন, দায়িত্ব শেষ হওয়ার পর খায়রুজ্জামান যেন সদর দপ্তরে (পররাষ্ট্র মন্ত্রণালয়ে) ফিরে আসেন, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে তাঁকে বলা হয়েছিল। তিনি আসেননি। তাঁর বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে অনেক অডিট আপত্তি আছে। তিনি সেগুলোর সুরাহা করেননি। এ ধরনের অনেক কিছু আছে, যেগুলো একটি আইনি প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য যথেষ্ট।
শাহরিয়ার আলম বলেন, ‘অন্য দেশের ফেরার অপরাধীকে শরণার্থী মর্যাদা দিয়ে রেখে দেওয়ার যুক্তি নেই। প্রয়োজন হলে আমরা জাতিসংঘকেও সেটি জানাব। একজন সাধারণ, সবল, অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষ কখনো শরণার্থী হতে পারে না। তাহলে সব অপরাধীই কোনো না কোনো দেশে গিয়ে শরণার্থী মর্যাদা নেবে। আমরা বিষয়টি প্রয়োজনে জাতিসংঘকে ব্যাখ্যা করব। ’
হস্তান্তর ঠেকাতে লবিং : খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তর ঠেকাতে মালয়েশিয়া সরকারের কাছে বিভিন্ন মহলের লবিং ও চাপ সৃষ্টির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যত দূর জানি, তাঁর স্ত্রী আইনজীবী নিয়োগ দিয়েছেন। একজন দাগি আসামি, প্রকাশ্য দিবালোকে খুন করা ব্যক্তিরও আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে। সেই জায়গা থেকে তাঁরা সেই অধিকার চর্চা করছেন। ’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) নিজেদের নাম দিয়ে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠা করে। ম্যাডাম খালেদা জিয়াকে তিন বছর পরে একটি কাগজ ধরিয়ে দিয়ে খুশি করার চেষ্টা করেছেন তাদের দলের নেতাকর্মীরা। সেটিও তাঁর দলের পদধারী একজন নেতার প্রতিষ্ঠান। জামায়াতে ইসলামীও লবিস্ট ফার্ম নিয়োগ করে যোগাযোগ করেছিল। সে চেষ্টা এখানেও শুরু হয়ে গেছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন জায়গায়। ’
মালয়েশিয়ায় আইনজীবী নিয়োগের প্রয়োজন দেখছে না সরকার : খায়রুজ্জামানকে ফিরে পেতে মালয়েশিয়ায় বাংলাদেশ আইনজীবী নিয়োগ দেবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমার যা উপলব্ধি, বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া থেকে একজন অভিযুক্ত অপরাধীকে আনতে আইন কর্তা বা আইনি প্রতিষ্ঠান কিংবা আইনি লড়াইয়ে যাওয়ার প্রয়োজন নেই। ’ তিনি বলেন, এটি দুটি রাষ্ট্রের মধ্যকার বিষয়। এখানে মালয়েশিয়া সরকারের মতভেদ নেই। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তাঁকে আমরা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছি। ’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খায়রুজ্জামান যদি সেখানে তাঁর আইনি চেষ্টায় ফল পান, তবে প্রয়োজনে বাংলাদেশ আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে পারে। তবে খায়রুজ্জামান পক্ষের মামলা বা অভিযোগ মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে। সে ক্ষেত্রে মালয়েশিয়া সরকারই আইনি ব্যবস্থা গ্রহণ করবে।