২৬ ফেব্রুয়ারির পর শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ

আগামী ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’। এদিন এক কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে। এরপর শুধু দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম চলবে।
খুরশিদ আলম বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি— সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।
গত মাসে সরকার ১১.৯২ কোটি বা মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা সংশোধন করে। এই লক্ষ্যমাত্র আগে ছিল ৮০ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রায় গতকাল পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ১০.০৬ কোটি মানুষ।